রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » আমার জন্মভূমি
আমার জন্মভূমি
- সৈয়দ মোহাম্মদ ইসমাঈল
![]()
যদিও গোটা ভারতবর্ষে চলছে এখন,
জাতি ধর্ম নিয়ে রাজনীতি।
কারণ উন্নয়নের আর নেইকো কিছু,
সব কিছু ভালোই পরিস্থিতি।
করতো যারাই আগে রাজনীতি সব,
এই গোটা ভারতবর্ষের বুকে।
সকল উন্নয়নের কাজ করেছে তাঁরা,
এখন আছে দেশবাসীরা সুখে।
তাই বর্তমানের যেই রাজনৈতিক দল,
ধরেছে দেশের রাজনৈতিক হাল।
তাঁরাই চায় দেশবাসীরা ধার্মিক হোক,
নইলে দেশটা হইবে যে টালমাটাল।
কেউ কেউ লুটেছে দেশেরই বহু টাকা,
আবারও দিয়েছে বিদেশে পাড়ি।
তাঁরা বর্তমান রাজনৈতিক দলের ঘনিষ্ঠ,
তাই তো এনিয়ে হয় নি বাড়াবাড়ি।
বর্তমান ভারতের রাজনৈতিক স্লোগান,
হয় জয়-শ্রীরাম ধনীতে মুখরিত।
কাজ-কাম অপরের ধর্মে আঘাত হানা,
করতে চায় সকলকে ভয়ে ভীত।
পৃথিবীর বুকে এমনই রাজনৈতিক দল,
কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
তাই তো গর্ব করে এবার বলতে থাকো,
এ-দেশ ভারত আমারই জন্মভূমি।
বিষয়: #আমার #জন্মভূমি




একজন বিপ্লবী কবির মৃত্যু নেই
দেশ কাঁপল হৃদয়ও কাঁপল
কবিতা আবৃত্তি ও গানের সংকলন ” শুধু তোমার বাণী”
অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
