সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সোনারগাঁয়ে মাদকের টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে মাদকের টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও পাওনা টাকাকে কেন্দ্র করে রাব্বী (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে।
৯ জুন, রবিবার রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি হাবিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি সপরিবারে স্থানীয় সানাউল্লাহ বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া।
নিহত ফজলে রাব্বির মা শাহানারা বেগম বলেন, রাতে স্থানীয় মাদক কারবারি পায়েল মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন মিলে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রাব্বী মিয়া উপজেলার হাবিবপুর গ্রামে বসবাস করতেন। সম্প্রতি তিনি স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে পড়েন। মাদক কারবারিদের সঙ্গে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ হয় তার। পরে রোববার তাকে রাতে ডেকে নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কুপিয়ে হত্যা করা হয়।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মহসিন মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টিম অভিযানে নেমেছে।
বিষয়: #সোনারগাঁ




কবর জিয়ারতের মাধ্যমে বিএনপি’র ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু
রাণীনগরে তিন জুয়ারীর দন্ড
সুনামগঞ্জ–৫ আসনে খেলাফত মজলিস–১০ দলীয় প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সংবাদ সম্মেলন
জয়পুরহাট-১ আসনে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে মিছিলে জনতার ঢল
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
সুনামগঞ্জ ২ আসনে নাছির চৌধুরীর সমর্থনে সরে দাড়ালেন জমিয়তের শোয়াইব আহমেদ
দৌলতপুর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
সুনামগঞ্জ–৫ এ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে এক মঞ্চে মিলন–মিজান : বিএনপিতে ঐক্যের জোয়ার
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগে মানবিক শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন
কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা
