বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » এই শ্লেটে আমরা লিখেছি
এই শ্লেটে আমরা লিখেছি
মিজানুর রহমান মিজান

উনিশ শতকের ষাটের দশকে আমরা লিখেছি এ জাতীয় শ্লেটে।এ শ্লেটটি ছিল দু’প্রকার। একটি সম্পূর্ণ মাটির তৈরী এবং অপরটি ছিল টিনের উপরে কালাই করা।(তখন ব্যবহার করা হতো এ শব্দটি)।তাছাড়া কিছুদিন পরে বের হয় সম্পূর্ণ টিনের তৈরী অনুরুপ ডিজাইনের শ্লেট।মাটির তৈরী শ্লেটটি হাত থেকে পড়ে গেলেই ভেঙ্গে যেত।কিন্তু লিখার কাজে ব্যবহার করতে সকলেই স্বাচ্ছন্দবোধ করতেন। কিন্তু ভেঙ্গে যাবার ভয়ে অনেকে তা কেনার ইচ্ছা থাকলেও টিনেরটিই ক্রয় করতেন।শ্লেটটির আকার ও ছিল একটু বড়।বর্তমানে শ্লেট একেবারেই হারিয়ে গিয়েছে।বর্তমান শিক্ষা্র্থীরা সর্বক্ষেত্রে কাগজই ব্যবহার করেন।আমরা শুধু মাত্র সোনালী অতীত দেখি স্মৃতির পাতায় মনের তাড়নায়।
বিষয়: #আমরা #লিখেছি #শ্লেটে




হাছন রাজার জীবন কথা বিলাসী জমিদার থেকে দরবেশ বাউলের যাত্রা!
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র :প্রাপ্তি ও প্রত্যাশা
নিকট অতীতের ঘরগুলোর দৃশ্য কি চমৎকার?
আমাদের ভাষা আন্দোলন ও বাউল কামাল পাশা
শ্রীমঙ্গলের প্রাচীন সাতগাঁও বাজারের ইতিবৃত্ত
শ্রীমঙ্গলের গ্রাম পরিচিতিঃ লইয়ারকুল গ্রাম।
সোনালী অতীতের এ সকল দৃশ্য গেছে হারিয়ে
সিলেটের করিমগঞ্জ যেভাবে ভারতের
আজ আর দেখিনা আর ডেলাইটের আলোর ঝলকানি
রেডিও অতীত দিনের বহুল জনপ্রিয় একটি যন্ত্র ছিলো
