মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
প্রথম পাতা » কবি ও কবিতা » ভাবনার বিষয়
ভাবনার বিষয়
:: সৈয়দ মোহাম্মদ ইসমাঈল ::

বলতে পারো শিয়াল কখন কাঁকড়া ধরে খায় ?
কখন যেনো বাঘ মামারা চুপ করে ঘুমায় ?
কোন প্রাণীরা তোয়াজ করে স্বার্থ থাকলে পরে ?
টাকা হলেই অহংকার দেখায় নিজ ঘরে ?
যেই চেয়ারের মানুষেরা গুছিয়ে মিথ্যাকথা বলে,
দেখি সমাজ কেন তাদেরই সম্মান দিয়ে চলে ?
আজ সত্যি কথা বলতে গেলে ভয় কেন হয় মনে ?
সমাজটা কি পাল্টে গেছে বলবে কোনো জনে ?
চাকরির মোটা মাইনে পেয়েও পেট ভরে না কেন ?
বৈধ হয়েছে সত্যি নাকি ঘুষ খাওয়াটা যেন ?
যাঁরা সত্যি খুঁজে প্রচার করা সমাজের সাংবাদিক,
কেন জ্ঞান হারিয়ে মিথ্যা বলে হয়ে দিক্বিদিক ?
কেন সৎ মানুষেরা কষ্টটা পায় সমাজের চারিদিকে ?
বলতে পারো সততার গুণ হয়েছে না-কি ফিকে?
আজ প্রতিবাদীরাও হয়েছে কেন সমাজের দুশমন ?
সমাজটা কি বদলে গেছে একটু বলবে খুলে মন ?
বিষয়: #বিষয় #ভাবনা #শিরোনাম




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
