

সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » সিলেট » সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ
সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ
বজ্রকণ্ঠ ::
সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বরাবর শোকজ প্রদান করেছেন আদালত। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালত শোকজটি প্রেরণ করেন। তবে আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তা পৌঁছেনি বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
জানা যায়, সিলেটের ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান ‘দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ এর দুজন ভাইস প্রিন্সিপাল বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে আদালতে রিটের পরিপ্রেক্ষিতে এ শোকজ প্রেরণ করা হয়েছে।
নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে জবাব দিতে আদালত নির্দেশ দিয়েছেন। শোকজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।
সৌজন্যে :: সন্দীপন শুভ
বিষয়: #আলম #জেলা #নতুন #প্রশাসক #শোকজ #সারওয়ার #সিলেট