

সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » মাধবপুর » মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর
মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি,পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে মাধবপুর বাজার ও বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।র্যালিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মজিবুল ইসলাম।পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোণা অবমুক্ত করা হয়।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুজিবুল ইসলাম।সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান।
অন্যানের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আল রনি, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক রানা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সিরাজুল ইসলাম তানজিল প্রমূখ।
অনুষ্ঠানে মৎস্য চাষে অভূতপূর্ব সাফল্যের জন্য মোত্তাকিন চৌধুরী, আহম্মদ আলী ও পরিমল দাসকে সম্মাননা প্রদান করা হয়।
বিষয়: #জাতীয় #মাধবপুর #মৎস্য #সপ্তাহ