

সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » নারী » অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪ নারী
অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪ নারী
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি ৪ জনকে আটক করেছে।সোমবার (১৮ আগস্ট) সকালে মাধবপুর উপজেলার মালঞ্চপুর নামক স্থানে ১৯৯৬/৮-এস সীমান্ত পিলারের পাঁচশ গজ অভ্যন্তরের বাংলাদেশ ভূখন্ড থেকে তাদের আটক করে ২৫ বিজিবি’র (সরাইল ব্যাটালিয়ন) ধর্মঘর বিওপির টহল দল। আটককৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা বেপারীর মেয়ে মিনারা বেগম০( ২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯) ও কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিজিবিকে জানিয়েছেন ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজ করতে তারা ভারতে যাচ্ছিলেন। মানবপাচারকারী দলের সদস্য মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে কামাল মিয়া,নিজনগর তোফাবাড়ির ওমর আলীর ছেলে লিটন মিয়ার মাধ্যমে জনপ্রতি ১২ হাজার টাকা করে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটককৃত এবং পাচারকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি সূত্র।
বিষয়: #অবৈধভাব #আটক #নারী #ভারত #যাওয়ার #সময়