মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু।।
হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু।।
আকিকুর রহমান রুমন:-
![]()
হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার এক আসামীর মৃত্যু হয়েছে।
জানাযায়,হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউপি’র ৩নং ওয়ার্ডের বাতাকান্দী গ্রামের হযরত আলী হত্যা মামলার এক আসামী একই গ্রামের মৃত নায়েব আলী মিয়ার পুত্র স্হানীয় চকবাজারের ফার্মেসী ব্যবসায়ী রফিক মিয়ার(৪৫)মৃত্যুর ঘটনা ঘটে।
তিনি দীর্ঘ ৪ মাস ধরে হযরত আলী হত্যা মামলার আসামী হয়ে কারাভোগ করে আসছিলেন।
৫জানুয়ারি (সোমবার)বিকাল ৩টার দিকে তার বুকে ব্যাথা অনুভব করলে তাকে কারাগারের ভিতরে চিকিৎসা প্রদানকালে তার মৃত্যু হয়।
রফিক মিয়া হবিগঞ্জ জেলা কারাগারের ভিতরে হঠাৎ করে এমন মৃত্যুর ঘটনায় অন্যান্য,হাজতি ও কয়েদী আসামীদের মধ্যে আতংক দেখা দেয়।
পরে কারা কতৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ রাত আনুমানিক ৭টার দিকে নিহত রফিক মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।
নিহত রফিক মিয়া হৃদ ক্রিয়া বন্ধ(স্টোক)করে মৃত্যু বরণ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন জেল সুপার বিল্লাল হোসেন।
এদিকে রফিক মিয়ার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাযায়,গত বছরের কোরবানি ঈদের পরদিন ৪ আগষ্ট পূর্ব বিরোধ ও জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হারুন মিয়া ও উসমান মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
উক্ত সংঘর্ষে হারুন মিয়ার গোষ্ঠীর হযরত আলী নামে একজনের প্রানহানীর ঘটনা ঘটে।
এবং উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হওয়ার ঘটনা ঘটে।
পরে হযরত আলী হত্যার ঘটনায় তার পুত্র উসমান মিয়া সহ কারাগারে মৃত্যু হওয়া রফিক মিয়াকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
উক্ত মামলায় হবিগঞ্জ আদালতে নিহত রফিক মিয়া(৪৫)আত্মসমর্পণ করলে বিঞ্জ আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
নিহত রফিক মিয়া দীর্ঘ ৪মাস ধরে কারাবাস করে আসছিলেন।
কারা কতৃপক্ষ নিহত রফিক মিয়ার মরদেহটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।
পরিবারের লোকজন এ রিপোর্ট লেখাকালীন রাত ১২টার দিকে জানান,রফিক মিয়ার মৃত্যুর ঘটনায় তাদের কোন রকম অভিযোগ নেই।
তাই তারা মরদেহটি(ময়না তদন্ত)কাটাছিড়া ছাড়া তাদের কাছে হস্তান্তর করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে একটি আবেদন করেছেন।
আজ(মঙ্গলবার)সকালে তারা এই বিষয়ে ফাইনাল জানতে পারবেন।
বর্তমানে তার মরদেহটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে রয়েছে।
এবং তার মরদেহের পাশে পরিবারের লোকজনও রয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন এক প্রতিবেশি।
রফিক মিয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসী লোকজনের মধ্যে এক শোকের মাতম বইছে।
বিষয়: #আসামী #কারাগার #মামলা #মৃত্যু #হত্যা #হবিগঞ্জ




নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি আসা ভারতীয় শাড়িসহ এক পাচারকারী আটক
মসজিদে প্রবেশ ও নামাজ পড়তে নিষেধাজ্ঞা দিয়ে যুবকের বিরুদ্ধে মাইকিং সর্বত্র সমালোচনা ঝড়।।
রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে অবৈধ এলপিজি গ্যাস মজুদ করার দ্বায়ে দুই ব্যবসায়ীকে ৪০হাজার টাকা জরিমানা
অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে যানবাহন দুর্ঘটনায় ঝরল ১৩ হাজার ৪০৯ প্রাণ
বাংলাদেশকে ২.৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি এডিবির
রিমান্ড বাতিল করে সুরভীকে জামিন দিলো আদালত
পতনের দ্বারপ্রান্তে কিউবা : ট্রাম্প
প্রেসিডেন্ট মাদুরোকে উঠিয়ে নেওয়ায় বাংলাদেশ সরকারের উদ্বেগ
