শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, সভাপতি সেলিম বাসার সবুজ ,সাধারন সম্পাদক মুরাদ আলী
দৌলতপুরে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, সভাপতি সেলিম বাসার সবুজ ,সাধারন সম্পাদক মুরাদ আলী
দৌলতপুর প্রতিনিধি:
![]()
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দৌলতপুর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ রাজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম বাসার সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মুরাদ আলী। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক, সাহিত্য, দপ্তর, প্রচার, ধর্মবিষয়কসহ বিভিন্ন পদে দক্ষ ও উদ্যমী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি অনুমোদন প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি সেলিম বাসার সবুজ বলেন,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি ছাত্রসমাজের আত্মার প্রকাশ। দৌলতপুরে এই সংগঠনের শক্ত ভিত্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন গড়ে তুলব। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে একটি আদর্শ নেতৃত্ব তৈরির চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা।
সাধারণ সম্পাদক মোঃ মুরাদ আলী বলেন,ছাত্র অধিকার পরিষদের মূল আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি সুসংগঠিত এবং কার্যকরী উপজেলা কমিটি গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের সমস্যা, দাবি ও নিরাপত্তা নিয়ে আমরা সরব থাকব।
নতুন নেতৃত্ব দৌলতপুর উপজেলার শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং সংগঠনকে বেগবান করতে অঙ্গীকারবদ্ধ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা শাখার নেতৃবৃন্দও।
বিষয়: #অধিকার #ছাত্র #দৌলতপুর




দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি
