

বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » রাণীনগরে ইউনিয়ন বিএনপির সভাপতিকে পদ থেকে অব্যাহতি
রাণীনগরে ইউনিয়ন বিএনপির সভাপতিকে পদ থেকে অব্যাহতি
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেদারুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় শৃংখলা এবং সাংগঠনিক নিয়ম ভঙ্গের কারনে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। একই সাথে ওই ইউনিয়নের সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে বেদারুল ইসলামকে ৭২ঘন্টার মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেয় দলটি।
রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন,কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপিত বেদারুল ইসলাম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ আইডি থেকে উপজেলা বিএনপির সভাপতি,সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু শেখকে জড়িয়ে মিথ্যা চাঁদাবাজিসহ বিভিন্ন অপপ্রচার করে দলের ভাবমূর্তি নষ্ট করে পোস্ট দেয়। এছাড়া সম্প্রতি বেদারুল ইসলামের মদপান করে মাতাল অবস্থায় পরে থাকা এবং বিভিন্ন নারী কেলেঙ্কারীতে লিপ্ত থাকার ছবিসহ সোসাল মিডিয়ায় প্রচার হয়। যার ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। এছাড়া ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত বজায় রাখার প্রমানাদিও রয়েছে তার রিুদ্ধে। সব কিছু মিলে গত ১৯জুলাই তাকে ৭২ঘন্টার মধ্যে সঠিক তথ্য প্রমানাদিসহ স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু বেদারুল ইসলাম স্ব শরীরে উপস্থিত না হয়ে হোয়াটসআ্যাপে একটি লিখিত জবাব দিয়েছেন। তার জবাব সন্তোষজনক না হওয়ায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার বেদারুলকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে ওই ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদকে নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি জানিয়ে সদ্য অব্যাহতি পাওয়া বেদারুল ইসলাম বলেন,আমাকে হেও করতে আমার হার্ট এ্যাটাকের ছবিকে মদপানে মাতাল হওয়া এবং ২০০৯/১০সালের নিকটতম কিছু নারী বন্ধদের ছবি ফেসবুকে ছড়িয়ে অপপ্রচার করেছে। দল থেকে আমাকে হোয়াটসআ্যাপে কারণ দর্শাতে নোটিশ দেয়া হয়েছে আমি পরের দিনেই হোয়াটসআ্যাপেই নোটিশের জবাব দিয়েছি। অথচ আজকে (বৃহস্পতিবার) ফেসবুকে দেখছি আমাকে নিয়ম বহির্ভূতভাবে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি পত্র হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে জানিয়ে তিনি আরো বলেন,দল থেকে একটি নোটিশের প্রেক্ষিতে অব্যাহতি দিতে পারেনা।
বিষয়: #রাণীনগরে ইউনিয়ন বিএনপির সভাপতিকে পদ থেকে অব্যাহতি