

বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইন আদালত » রাণীনগরে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম আটক -২
রাণীনগরে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম আটক -২
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):
নওগাঁর রাণীনগর উপজেলার মালশন উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আজাহার আলী (৩৫) কে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। বুধবার গভীর রাতে বিদ্যালয় গেটের সামনে এই ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা হামলাকারী দুই জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে রাণীনগর থানায় ৬জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।আহত আজাহার মালশন মন্ডলপাড়া গ্রামের মজিবর প্রামানিকের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, বুধবার দিবাগত গভীর রাতে নৈশ প্রহরী আজাহার আলী গরমে বিদ্যালয়ের মুল গেট খুলে বাহিরে আসেন। এসময় ৫/৬জন হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে আজাহারের উপর হামলা চালায়। এসময় আজাহার আলী চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং হামলা কারী ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে বেলাল হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন (৪৫)কে আটক করে। পরে স্থানীয় লোকজন আজাহারকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় আজাহার আলীর স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে এজাহার নামীয় ৩জন এবং অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান,কয়েক বছর আগে গ্রেফতার আনোয়ার ও বেলাল হোসেনের সাথে দ্ব›দ্ব হয় আজাহার আলীর। ওই দ্ব›েদ্বর জের ধরে বুধবার রাতে আজাহারের উপর এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে।
বিষয়: #আটক #কুপিয়ে #জখম #নৈশ #প্রহরী #বিদ্যালয় #রাণীনগর