বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » Default Category » ছাতকে মাদ্রাসা শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ছাতকে মাদ্রাসা শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ)::
![]()
সুনামগঞ্জের ছাতকে তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আলী হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অভিভাবক,ছাত্র ও মাদ্রাসা কমিটির উদ্যোগে এক নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং শিক্ষক হাফেজ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষাবিদ ও আলেমসমাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলী আজগর খান এবং মতিনিয়া শহিদিয়া হুফ্ফাজুল কুরআন বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার আল হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন:মাওলানা বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক, জালালিয়া কামিল মাদ্রাসা হাফেজ মাওলানা ক্বারী আবুল হোসেন, প্রধান শিক্ষক, সিরাজুম মুনিরা তাহফিজুল কোরআন মাদ্রাসা হাফেজ ক্বারী সাইফুর রহমান তারেক ,হাফেজ সুলেমান আহমদ কামরান, প্রধান শিক্ষক, ইব্রাহিমপুর হাফিজিয়া মাদ্রাসা সুনামগঞ্জ ,ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া , হাজী সফিক মিয়া,ইসাদ আলী,মো:নুরুল ইসলাম ,হাফেজ দেলোয়ার হোসেন,
হাফেজ ক্বারী মাসুম আহমদ, হাফেজ মারজান আহমদ,অত্র মাদ্রাসার তাতিকোনা হাবিব উল্লাহ জামেয়া ইসলানিয়া মাদ্রাসা, ক্বারী মুহাইমিন মুরাদ, সাবেক কাউন্সিলর দিলোয়ার হুসাইন ছাত্র অভিবাবক ,মো:আমিন মিয়া,ময়নুল ইসলাম,নজিব আলী,নজরুল আলম তালুকদার ,কামরুল ইসলাম তালুকদার ,জিল্লুল রহমান তালুকদার ,ছাতক উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ,মো:লাল মিয়া
,সাকিব মাহমুদ তালুকদার , গোলাম রূপ,আসিক আলী,সাঞ্জব আলী ,আজহার আলম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্র বৃন্দ সভায় বক্তারা বলেন, হাফেজ মো. আলী হোসেন একজন স্বনামধন্য ও আদর্শ শিক্ষক, যিনি দীর্ঘ ১৫ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে মাদ্রাসায় দায়িত্ব পালন করে আসছেন। তার নিকট থেকে শত শত শিক্ষার্থী হাফেজ হয়েছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছেন। বক্তারা দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক, যা একটি কুচক্রী মহল কর্তৃক পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।তারা বলেন, এই ঘটনায় শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বক্তারা মো. আলী হোসেনের নিঃশর্ত মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।উল্লেখ্য, গত ১৬ জুন গ্রেফতার করা হয় এবং ১৭ জুন ইং তারিখ (মামলা নং:১৯) দেখিয় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে ছাতক থানা পুলিশ হাফেজ মো. আলী হোসেনকে গ্রেফতার করে।
বিষয়: #গ্রেফতার #ছাতক #মাদ্রাসা #শিক্ষক




বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
