

বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » ফুলগুলো ফুটতেই ঝরে গেল
ফুলগুলো ফুটতেই ঝরে গেল
বিপুল চন্দ্র রায়
মাইলস্টোন স্কুলের আঙিনায়
দগ্ধ ফুলে গেছে ভরে,
আজ বিষাদের ছায়া, স্তব্ধ বাতাস।
কলিতে ফুটেনি ফুল,
ফোটার আগেই ঝরে গেল শত স্বপ্ন।
প্রজাপতি হয়ে ওড়ার ছিল সাধ,
আঁকা ছিল ভবিষ্যতের পথ।
আজ সে পথ ধূসর, বিবর্ণ ফুল।
বিষয়: #গেল #ঝরে #ফুটতেই #ফুলগুলো