

বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব » ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক::
ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ইন্দোনেশিয়া। এর ফলে যুক্তরাষ্ট্রের উচ্চহারের পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ জুলাই) নতুন চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন, নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ইন্দোনেশিয়ান পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ট্রাম্প কথা বলার পর ওই চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়। এই চুক্তি অনুযায়ী, যারা শুল্ক ফাঁকি দিতে অন্য দেশ ঘুরিয়ে পণ্য পাঠাবে, তাদের পণ্যে আরও বেশি শুল্ক বসানো হবে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের ওই পোস্টে লিখেছেন, এই চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৫০০ কোটি ডলারের জ্বালানি, ৪৫০ কোটি ডলারের মার্কিন কৃষিপণ্য ও ৫০টি বোয়িং বিমান (বেশির ভাগই বোয়িং ৭৭৭ মডেল) কিনতে সম্মত হয়েছে।
মঙ্গলবার অন্য একটি পোস্টে ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে হওয়া এই চুক্তিটি সবার জন্যই দারুণ হবে। তবে এই চুক্তির পরেও বোয়িং কোম্পানির শেয়ারের দামে কোনো পরিবর্তন আসেনি।
গত সপ্তাহে ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ শুল্ক দেওয়ার হুমকি দিয়েছিলেন। সে সময় ট্রাম্প জানিয়েছিলেন, এই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে মঙ্গলবার ঘোষণা করা নতুন শুল্ক ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়টি পরিষ্কার নয়। এই চুক্তির আওতায় কত দিনের মধ্যে পণ্য কিনতে হবে, তাও এখনো জানানো হয়নি।
বিষয়: #ইন্দোনেশিয়ার #ঘোষণা #পণ্যে #যুক্তরাষ্ট্রের #শুল্ক #১৯ শতাংশ