

বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » খেলা » কাটা গেল পয়েন্ট, শাস্তিও পেলেন রুট-স্টোকসরা
কাটা গেল পয়েন্ট, শাস্তিও পেলেন রুট-স্টোকসরা
স্পোর্টস ডেস্ক::
ভারতের শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজকে আউট করে জয় লর্ডসে জয় নিশ্চিত করেছিল ইংল্যান্ড। ছবি: সংগৃহীত
স্লো ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) থেকে দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইংল্যান্ডের। পাশাপাশি বেন স্টোকসদের অর্থ দণ্ড হিসেবে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ভারতের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত ওভারের খেলা শেষ করতে না পারায় এ শাস্তি দেওয়া হয় ইংলিশদের।
২২ রানের নাটকীয় জয়ের ম্যাচে জরিমানা গুনে ইংলিশদের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ২৪ থেকে ২২ এ তে নেমে এসেছে। আর শতকরা পয়েন্ট ৬৬.৬৭ শতাংশ থেকে নেমেছে ৬১.১১ শতাংশে।
এতে টেবিলেও এক ধাপ নিচে চলে গেছে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা। দ্বিতীয় স্থান থেকে নেমে তৃতীয় স্থানে চলে গেছে তারা। টেবিলে বর্তমানে ইংল্যান্ডের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বিধির ১৬.১১.২ ধারা অনসুারে, সময় সমন্বয়ের পর প্রতি এক ওভার ঘাটতির জন্য একটি করে পয়েন্ট কাটা হয়।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে আগামী ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে।
বিষয়: #কাটা #গেল #পেলেন #পয়েন্ট #রুট-স্টোকসরা #শাস্তিও