শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে বিএনপির প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ
দৌলতপুরে বিএনপির প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ
দৌলতপুর প্রতিনিধি :
![]()
কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটি সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।
শনিবার দুপুরে দৌলতপুর বাজার পার্টি অফিসে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট রমজান আলী, আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, সেন্টু খান। আরো উপস্থিত ছিলেন দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এ সময় লিখিত বক্তব্যে আলতাফ হোসেন ও হাবলু মোল্লা বলেন, আমি দৌলতপুর উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার।আমি যথাযথ দায়িত্ব পালনে বাঁধাগ্রস্থ হইয়া উক্ত পদ থেকে পদত্যাগ করার সিন্ধান্ত গ্রহন করছি।
কুষ্টিয়া জেলা বিএনপি এই দায়িত্ব আমাকে অর্পণ করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তিনটা ইউনিয়নে নির্বাচন হয়েছে তাতে বিভিন্ন অনিয়ম দেখা দিয়েছে। যেমন একতরফা ভোটার তালিকা প্রস্তুত, জাল ভোট প্রদান, ভোটকেন্দ্রে পেশিশক্তি ব্যবহার করে জোরপূর্বক ভোট গ্রহণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাথায় আঘাত করে গুরুতর আহত করে হাসপাতালে প্রেরণ। চিহ্নিত আওয়ামী লীগকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা এবং জোরপূর্বক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রার্থীতা প্রত্যাহার সহ বিভিন্ন অনিয়ম দেখা দিয়েছে এছাড়াও আমি প্রধান নির্বাচন কমিশনার আমাকে সন্ত্রাসী দ্বারা হুমকির প্রদান করা হয়েছে।তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করলাম। এ সময় নুরুজ্জামান হাবলু মোল্লা ও নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করেন।
বিষয়: #দৌলতপুর #বিএনপি




দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি
