শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » নবীগঞ্জ » জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু!
জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু!
বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ::
![]()
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আহিদ মিয়া (৩০) নামে অপর আরেক যুবক৷ স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাইয়াপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের মৃত রঙ্গ চৌধুরীর পুত্র অলি চৌধুরী বলে জানা গেছে। আহত যুবক কাদিপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র আহিদ মিয়া।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাইয়াপুর বড় বাড়ীর মসজিদের পাশে একটি বড় জাম গাছ রয়েছে। দুপুর বেলা অলি চৌধুরী ও আহিদ মিয়া ওই গাছে জাম পাড়তে ওঠেন। এ সময় অসাবধানতা মূলক গাছের ডালে জড়ানো বৈদ্যুতিক তারে স্পর্শ করে হঠাৎ দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে, তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত গাছ থেকে নামিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। এবং আহত আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এস. আই কৌশিক মল্লিক হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: কামরুজ্জামান নিহতের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ওপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ বিভাগকে সতর্ক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দূর্ঘটনা এড়ানো যায়।
বিষয়: #অলি #জাম #তার #নবীগঞ্জ #বিদ্যুত #মৃত্যু




ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার।।
হবিগঞ্জের সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশি মদ- মদের ওয়াস ১৫২ লিটার সহ গ্রেফতার-১
নবীগঞ্জে অনলাইন প্রেসক্লাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
নবীগঞ্জে ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় উদযাপন কনসার্ট ও পুরস্কার বিতরণ
হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় র্যাবের হাতে ২৮ জন গ্রেফতার
নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল শান্তি পূর্ণভাবে সম্পন্ন। ৫ পদের বিপরীতে ১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা
সুনামধন্য নবীগঞ্জ পৌরসভায় পাবলিক টয়লেট (সুচাগার) প্রচন্ড অভাব। জনসাধারণের মধ্যে চাপা ক্ষোভ।
মোবাইল ফোনে প্রেম, ধরাশায়ী অত:পর বিয়ে, চার মাসের মাথায় প্রেমিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার! ২দিন পর মৃত্যু, নবীগঞ্জ থানায় হত্যার অভিযোগ মামলা
নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পুলিশ বাদী মামলার আসামী হওয়ায় খবরে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হৃদরোগে আক্রান্ত! হাসপাতালে ভর্তি
