শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » Default Category » বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ
বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ
বিপুল চন্দ্র রায়
![]()
মোবাইলে অনলাইন খবরের কাগজ পড়ছে বিপু। আজ বাবা দিবস শিরোনাম দেখে চোখ আটকে গেলো বিপুর। চোখ দিয়ে অশ্রু ঝড়ছে বিপুর। বিপু মনে মনে ভাবছে বাবা দিবসে বাবার জন্য এ বছর কিছুই করতে পারবোনা মনে হয়।
বাবা দিবসের সকালটা বিপুর কাছে অন্যরকম। প্রতি বছর এই দিনে সে বাবাকে বিশেষ কিছু উপহার দিত। কিন্তু এবার বিপুর হাতে কোন টাকা-কড়ি নেই তাই তার মন খারাপ কেননা একটা গার্মেন্টস কোম্পানিতে কাজ করত হঠাৎ গার্মেন্টস কোম্পানি বন্ধ হয়ে যায়। যার কারণে চাকরি চলে যায় বিপুর। বিপু এখন বেকার।। গত কয়েক মাস ধরে সে রাজমিস্ত্রীর কাজ করে যা টাকা জমিয়েছিল, সব টা বাবার চিকিৎসার পেছনে খরচ করে ফেলেছে। বাবা এখন অনেকটা সুস্থ, এটাই তার সবচেয়ে বড় পাওয়া। কিন্তু বাবার জন্য কিছু করতে না পারার কষ্ট তাকে কুরে কুরে খাচ্ছিল। এক বন্ধুর কাছে এক হাজার টাকা ধার নিয়ে বাবার জন্য একটা পাঞ্জাবী কিনলো বিপু।
বাড়িতে এসে দেখল বাবা বিছানায় শুয়ে আছে। বাবার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে লেগে আছে এক অদ্ভুত শান্তি। বিপু বাবার পাশে গিয়ে বসল। বাবার হাতে দিল পাঞ্জাবী। বাবা বলে উঠল এটা কী ? উত্তরে বিপু বলল আজ বাবা দিবস তাও বুঝি ভুলে গেছো বাবা। বাবা তার মাথায় হাত বুলিয়ে বললেন,আরে না। বাবা-ছেলের চোখ ভিজে গেল অশ্রু জলে । বাবা বললেন “টাকা-পয়সা দিয়ে সব ভালোবাসা মাপা যায় না, বিপু । তুমি সুস্থ থাকা, তুমি ভালো থাকো, তুমি পাশে থাকা—এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার।”
বিপু বাবাকে জড়িয়ে ধরল। বাবার বুকে মাথা রেখে সে অনুভব করল এক অদ্ভুত শান্তি। তার মনে হলো, পৃথিবীতে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারেনা। বাবা দিবসে বাবাকে কোনো দামী উপহার দিতে পারেনি তা কিন্তু নয় , সে দিয়েছে তার নিঃস্বার্থ ভালোবাসা, যা পৃথিবীর সব ঐশ্বর্যের চেয়েও দামি। বাবা বললেন, বাবার কাছে ছেলে শুধু সন্তান নয়, ছেলে তাঁর পৃথিবী। বাবা-ছেলের রসায়ন অদ্ভুত এক ভালোবাসার নাম।
বিষয়: #পৃথিবী #বাবা #শ্রেষ্ঠ #সম্পদ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
