মঙ্গলবার ● ১০ জুন ২০২৫
প্রথম পাতা » Default Category » সেন্টমার্টিন দ্বীপের ১৮৪ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
সেন্টমার্টিন দ্বীপের ১৮৪ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
মনির হোসেন
![]()
সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ এবং মুমূর্ষ রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে কোস্ট গার্ড।
সোমবার (৯ জুন) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় ৯ জুন সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ১৮৪ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন সকাল ১১ টায় সেন্টমার্টিনের বাজার পাড়া এলাকার জনৈকা মহিলা পারিবারিক কলহের জেরে আত্মহত্যার উদ্দেশ্যে ডিটারজেন্ট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উক্ত মেডিকেল ক্যাম্পেইনে নিয়ে আসা হয়। তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড মেডিকেল অফিসার কর্তৃক রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিষয়: #চিকিৎসা #দ্বীপ #বিনামূল্যে #সেন্টমার্টিন




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
