

শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » খুলনা » আল্লার দর্গা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত
আল্লার দর্গা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত
খন্দকার জালাল উদ্দিন:
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাঙ্ক লরি ও কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিস্টার্ড নাম্বার খুলনা ১১ ১৮ এর উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় শ্রমিকদের একটি রেলি আল্লার দর্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে স্লোগান দেয়। শ্রমিক নেতা ইয়ার আলী ও মিনতা এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করে। পরে মিছিলটি আল্লার দর্গা শ্রমিক অফিসে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও শ্রমিকদের কল্যাণে দোয়া করা হয়।
বিষয়: #আল্লার #ইউনিয়ন #উদ্যোগ #দর্গা #দিবস #পালিত #মহান #মে #শ্রমিক
