শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে সাবস্টেশনের কপার তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
দৌলতপুরে সাবস্টেশনের কপার তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
খন্দকার জালাল উদ্দিন:
![]()
কুষ্টিয়ার দৌলতপুরে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশনে পাওয়ার ট্রান্সফরমা তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল হালি ম (৪৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার তারাগুনিয়া সাব স্টেশনে এ ঘটনা ঘটে। সে ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সাবস্টেশনের মধ্যে একটি লাশ পড়ে আছে বলে খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন সেখানে যায়। পাওয়ার ট্রান্সফরমা মেশিনের নিচে আর্থিং তার হাতের মুঠোয় ধরে একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় হয়। পরে পুলিশ নিহদের লাশ উদ্ধার করে। মূলত তার চুরি করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে সে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের হাত ও পায়ে বৈদ্যুতিক শকে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় শত শত উৎসুব জনতা সাবস্টেশনে জড়ো হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত পুলিশ লাশের পরিচয় সনাক্ত করে মর্গে পাঠায়। দৌলতপুর জোনাল অফিসের এজিএম তৌফিকুর রহমান বাচ্চু বলেন, সাবস্টেশনের চতুরদিকে দুই স্তরে দেয়া কাঁটাতারের বেড়া ভেদ করে ভেতরে প্রবেশ করে। কয়েকটি পাওয়ার ট্রান্সফরমার মেশিনের তার কাটা হয়েছে। তবে কেটে ফেলা তার ও কাটা কোন যন্ত্র সাবস্টেশনের মধ্যে পড়ে ছিল না। এজিএম আরও বলেন, আর্থিং কেটে ফেলাই বড় ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। যদি গ্রাউন্ডিং বা আর্থিং না থাকে তাহলে পাওয়ার ট্রান্সফরমা বিস্ফোরণ হয়ে যেতে পারে। ফলে একটা বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসী ও আমাদের এই সমিতির সাবস্টেশন বেঁচে গেছে। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, এই চক্রে একাধিক ব্যক্তি ছিল। একজন মারা গেলেও অন্যরা পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #এক #কপার #করতে #গিয়ে #চুরি #তার #দৌলতপুর #বিদ্যুৎস্পৃষ্ট #মৃত্যু #যুবক #সাবস্টেশন




উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো
ব্রেকিং নিউজ উসমান হাদি মারা গেছেন
ছাতকে শহীদ মিনারে বিতর্কিত স্লোগান, ৪৮ ঘণ্টা পার হলেও থানা প্রশাসনের রহস্যজনক নীরবতা !
হবিগঞ্জের বানিয়াচং সড়কে বিজয় দিবসের দিনে মোটরসাইকেল ও মিশুক গাড়ি সংঘর্ষে নিহত ১জন আহত ২।।
দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে: নাহিদ
মানবাধীকার অপরাধ মামলা
