বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Default Category » সময়মতো চিকিৎসা হিমোফিলিয়া রোগীদের স্বাভাবিক জীবন দিতে পারে
সময়মতো চিকিৎসা হিমোফিলিয়া রোগীদের স্বাভাবিক জীবন দিতে পারে
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. শাহিনুল আলম বলেছেন, দেশে রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় ওষুধের পেছনে। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রেও তাই। রোগীদের ওষুধ সহজলভ্য করা, সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা দিলে তারাও স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবে।
বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর শাহাবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বের ১৪০টি দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হিমোফিলিয়া দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘মহিলা এবং মেয়েদের বিলম্বিত রক্তক্ষরণ বা হিমোফিলিয়া হয়।’
চিকিৎসকরা বলছেন, হিমোফিলিয়া একটি জন্মগত রক্তক্ষরণজনিত রোগ। হিমোফিলিয়া রোগে শরীরের কোথাও কেটে বা ছিঁড়ে গেলে রক্তক্ষরণ বন্ধ হয় না। শরীরে অল্প আঘাতে বা কোনো আঘাত ছাড়াই অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। বিশেষ করে শরীরের বিভিন্ন অস্থিসন্ধি-যেমন: হাতের কনুই, হাঁটু অথবা পায়ের গোড়ালিতে। সামান্য আঘাতেও কখনো কখনো রোগীর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে কালো দাগ হয়ে যায়।
বিএমইউ উপচার্য বলেন, হিমোফিলিয়ার ক্ষেত্রে রোগীদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই রোগীদের যথাসময়ে যথাযথ চিকিৎসা দেওয়া হলে রোগীরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। পৃথিবীতে অনেক মানুষ হিমোফিলিয়া আক্রান্ত হয়েও দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা সাধারণভাবেই সব কাজ করতে পারেন। এজন্য আমরা যদি এর ওষুধ সহজলভ্য করতে পারি, সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে এই রোগীদের সুস্থ জীবন দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, আমরা ভবিষ্যতে বিএমইউর হিমোফিলিয়া সেন্টারকে একটি কম্প্রিহেন্সিভ সেন্টারে রুপান্তর করবো ইনশা আল্লাহ। যাতে আমরা সব রোগীর জন্য চিকিৎসা ও ওষুধ সহজলভ্য করতে পারি।
তিনি রোগী শনাক্ত করার জন্য সচেতনতা ও কার্যক্রম বৃদ্ধির তাগিদ দেয়।
বিষয়: #চিকিৎসা #জীবন #দিতে #পারে #রোগীদের #সময়মতো #স্বাভাবিক #হিমোফিলিয়া




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
