শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১৪৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দুটি পৃথক অভিযানে মোট ১৪৮ জন অভিবাসীকে আটক করা হয়। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।
শনিবার (১২ এপ্রিল) জোহর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) নর ফয়জল এক বিবৃতিতে জানান, আটক ব্যক্তিরা বৈধ ভ্রমণ নথি ও ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন। তাদের সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ কেউ তাদের পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট দেখাতে পারেননি। তারা দাবি করেন যে নথিগুলি তাদের নিয়োগকর্তাদের কাছে রয়েছে।
জানা গেছে এদিন তামান জোহর জায়ার একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালেরিয়ার কাছে একটি বিদেশি শ্রমিক বসতিতে অভিযান চালানো হয়। অভিযানে আটক হন মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল এবং ভারতের নাগরিক। এছাড়া আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
এদিকে অভিযানের সময় পালানোর চেষ্টারত একজন বিদেশি কর্মীর ধাক্কায় ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এক ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য জোহরের সুলতানা আমিনা হাসপাতালে (এইচএসএ) পাঠানো হয়েছে।
বিষয়: #আটক #বাংলাদেশিসহ #মালয়েশিয়ায় #১৪৮




ব্রঙ্কসে সাংবাদিক মনোয়ারুল ইসলাম কে কমিউনিটি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।
ইউনুসের শাসনামলে বাংলাদেশে বেড়েছে বিচারবহির্ভূত হত্যাকান্ড আল জাজিরার প্রতিবেদন
“বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন,, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সেক্রেটারি নির্বাচিত
আলহাজ্ব জি এম মাহমুদ মিয়াকে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো বৃটেন কমিউনিটি; বিভিন্ন মহলের শোক প্রকাশ
ব্রঙ্কসে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন
