 
       
  শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ’ স্বাস্থ্য পরীক্ষা শুরু
লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ’ স্বাস্থ্য পরীক্ষা শুরু
বজ্রকণ্ঠ ডেস্ক::

লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ’ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘আজ বুধবার থেকে ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, লন্ডন ক্লিনিকের ডাক্তাররা বাসায় তাকে দেখতে আসবেন।’
‘কিছু পরীক্ষার জন্য হয়তো উনাকে (খালেদা জিয়া) লন্ডন ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যা চিকিৎসকদের পরামর্শে করা হচ্ছে।’
কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারেন জানতে চাইলে জাহিদ বলেন, ‘ডাক্তাররা যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে ডাক্তাররা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন…. কত দ্রুত উনাকে ছুটি দেওয়ার মতো অবস্থায় যেতে পারবেন।’
খালেদা জিয়া এখন কেমন আছেন- জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো। মাচ বেটার।’
বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভেরনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন যান। লন্ডনের হিথ্ররো বিমানবন্দর থেকে তাকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে ১৭ দিন চিকিৎধীন থাকার পর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়ার শর্তসাপেক্ষে অনুমতি দেন চিকিৎসকরা।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় খালেদা জিয়া পার্কে ঘুরছেন- এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) হুইলচেয়ারে করে জাস্ট উনাকে (খালেদা জিয়া) গাড়ি থেকে নামিয়ে ঘোরানো হয়েছিল। আবহাওয়াটা… শীত কম ছিল সেজন্য কিছুক্ষণ ঘোরানো হয়েছিল।’
এবার লন্ডনে তারেকের বাসায় দুই ছেলের পরিবারের সদস্য নিয়ে একান্তে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া। লন্ডনে আছেন তারেক রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা। খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন।
এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এরও আগে এক-এগারোর পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন খালেদা জিয়া।
বিষয়: #খালেদা #জিয়ার #পরীক্ষা #লন্ডনে #শুরু #‘পূর্ণাঙ্গ’ স্বাস্থ্য
 

 
       
       
      



 প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায়
    প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায়     জুলাই সনদের ৫ম দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের
    জুলাই সনদের ৫ম দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের     জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি
    জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি     চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না: ফখরুল
    চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না: ফখরুল     ধর্ষণ কাণ্ডে নীরবতা ও হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে এনসিপি নেতার পদত্যাগ
    ধর্ষণ কাণ্ডে নীরবতা ও হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে এনসিপি নেতার পদত্যাগ     সুনামগঞ্জে বিএনপির কারা নির্যাতিত জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন
    সুনামগঞ্জে বিএনপির কারা নির্যাতিত জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন     সুনামগঞ্জে গৌরারং ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মছরু সভাপতি মিনারুল সম্পাদক নির্বাচিত
    সুনামগঞ্জে গৌরারং ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মছরু সভাপতি মিনারুল সম্পাদক নির্বাচিত     শিক্ষাঙ্গনের রাজনীতি জাতীয় রাজনীতির পোস্টমর্টেম: সালাহউদ্দিন
    শিক্ষাঙ্গনের রাজনীতি জাতীয় রাজনীতির পোস্টমর্টেম: সালাহউদ্দিন     জামায়াত ’৭১ এর বিষয়ে বসুক কথা বলুক, এ বিষয়ে আপস করব না: ফজলুর রহমান
    জামায়াত ’৭১ এর বিষয়ে বসুক কথা বলুক, এ বিষয়ে আপস করব না: ফজলুর রহমান     হঠাৎ করে অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা হচ্ছে: রিজভী
    হঠাৎ করে অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা হচ্ছে: রিজভী     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 