বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » Default Category » দারুল ক্বিরাত নন্দির গাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
দারুল ক্বিরাত নন্দির গাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
বজ্রকণ্ঠ সংবাদ :::
![]()
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখা, গোয়াইনঘাট , সিলেটের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৬ রামাদ্বান ১৪৪৬ হিজরী ২৭ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
শাখার নাজিম মাওঃ আইনুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ক্বারী শাহিন আহমদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খামিছ জামাতের ছাত্রী শাহিদা বেগম,নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন রাবে জামাতের ছাত্র আতিকুর রহমান,শানে ফুলতলী(রঃ) পরিবেশন করেন ছালিছ জামাতের ছাত্রী রোমানা আক্তার প্রমি।
ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র নাজিম মাহাদী আলম নয়ন,সকল শিক্ষকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাওঃ ক্বারী আমির উদ্দিন। জামাতে সুরা থেকে খামিছ ও মহিলা ছাদিছ জামাতের শিক্ষার্থীদের প্রতিযোগীদের ফলাফল ও ক্লাশভিত্তিক ফলাফল ঘোষণা করেন প্রধানক্বারী মাওঃমুজিবুর রহমান সাহেব। সভাপতির সমাপনী বক্তব্য ও প্রধানকারীর মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে শিরনী বিতরনের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিদায়ী অনুষ্ঠানে এক হৃদয় বিদারক দৃশ্য পরিলক্ষিত হয়।এযেন পরমাত্বার আত্মীয় স্বজনের বিদায়।সকল শিক্ষার্থীদের অশ্রুসিক্ত নয়ন।
এদিকে শাখার নাজিম ও প্রধান ক্বারী সার্বিক সহযোগিতা জন্য এলাকাবাসী,ডুনার, প্রবাসী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য ১৯৯৫ সাল থেকে এই শাখা কুরআনের খেদমত আঞ্জাম দিয়ে আসছে।এ পর্যন্ত বহু সংখ্যক ক্বারী সনদ লাভ করেছেন এবং অগণিত মানুষ বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিখেছেন।
বিষয়: #অনুষ্ঠান #ক্বিরাত #গাঁও #দাখিল #দারুল #নন্দির #বজ্রকণ্ঠ #বিদায়ী #মাদ্রাসা #মানাউরা #শাখা #সংবাদ #সম্পন্ন




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
