শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » খুলনা » সুন্দরবনের হিরণ পয়েন্টে চরে আটকে পড়া তিন জেলে উদ্ধার
সুন্দরবনের হিরণ পয়েন্টে চরে আটকে পড়া তিন জেলে উদ্ধার
মনির হোসেন, মোংলা :::
![]()
সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে পড়া তিন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
২৭ মার্চ বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।
তিনি বলেন, ২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, হিরণ পয়েন্ট এলাকায় ০৩ জন জেলে ইঞ্জিন চালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে হিরণ পয়েন্ট পোর্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদেরকে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
উদ্ধারকৃত সকলেই বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।
বিষয়: #সুন্দরবনের হিরণ পয়েন্টে চরে আটকে পড়া তিন জেলে উদ্ধার




রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
