বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » বাংলালিংকের অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য হলিডে ইন ঢাকায় বিশেষ ছাড়
বাংলালিংকের অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য হলিডে ইন ঢাকায় বিশেষ ছাড়
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ নিউজ ::

[ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫] অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের সাথে অংশীদারিত্ব করেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।
গ্রাহকদের চাহিদা ও তাদের জীবনযাত্রার মানোন্নয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাংলালিংক। এক্ষেত্রে নিজেদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, অপারেটরটি এর গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন অফার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায়, এবার হলিডে ইন ঢাকার সাথে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। এ অংশীদারিত্বের আওতায়, বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’ -এর সদস্যরা হলিডে ইন-এর সকল ফুড ও বেভারেজ আউটলেটে ২০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান, প্রতিষ্ঠানটির লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার, হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অপারেশনস ডিরেক্টর শহিদুস সাদেক তালুকদার, এর ফাইন্যান্স ও বিজনেস সাপোর্ট ডিরেক্টর মোহাম্মদ তানভীর আহমেদ, মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার মঞ্জুফা মাসুদ চৌধুরী এবং মার্কেটিং এক্সিকিউটিভ সানওয়াজ আবদুল্লাহ।
এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে আমরা সবসময় অরেঞ্জ ক্লাব সদস্যদের সেবা প্রদানে নতুন মাত্রা যুক্ত করতে ও তাদের জন্য নানা সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ অংশীদারিত্বের মাধ্যমে, আমাদের অরেঞ্জ ক্লাব সদস্যরা এখন বিশেষ ছাড়ে হলিডে ইন -এর দারুণ সব ফুড ও বেভারেজ পণ্য উপভোগ করবেন। এ অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অপারেশনস ডিরেক্টর শহিদুস সাদেক তালুকদার বলেন, “হলিডে ইন আভিজাত্য ও স্বাচ্ছন্দ্যের অপূর্ব সমন্বয়, যা আমাদের অতিথিদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে। বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে, অরেঞ্জ ক্লাব সদস্যরা বিশেষ সুবিধা পাবেন। এখন তারা আমাদের সুস্বাদু ফুড ও বেভারেজ পণ্য বিশেষ ছাড়ে উপভোগ করতে পারবেন।”
বিষয়: #অরেঞ্জ #ক্লাব #নিউজ #বজ্রকণ্ঠ #বাংলালিংক #মিজান #সদস্য #সৈয়দ




শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা
দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
৭০০ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে গ্রামীণফোন, কী সুবিধা পাবেন গ্রাহক
গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব
বিশ্বে প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে স্মার্টফোন আনছে ইনফিনিক্স
