সোমবার ● ২১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » আগেকার দিনে মেয়েদের বাহিরে চলার দৃশ্য
আগেকার দিনে মেয়েদের বাহিরে চলার দৃশ্য
মিজানুর রহমান মিজান:

উনিশ শতকের পঞ্চাশের দশক থেকে আশির দশক পর্যন্ত গ্রামের মেয়েরা কোথাও যেতে হলে রিকসাযোগে দেখা যেত রিকসাকে কাপড় দিয়ে এভাবে মুড়ে নিতেন। অত:পর মা-চাচীরা রিকসায় চড়তেন।কাপড় দিয়ে না মুড়া হলে রিকসায় উটতেন না।কাপড় মুড়া না থাকলে রিকসায় চড়াকে মনে করতেন গর্হিত কাজ বা বেপর্দায় চলাফেরার সমতুল্য।আজ আর দেখা মিলে না এ জাতীয় কর্মকান্ডের।রিকসায়ওয়ালা মা-চাচীর চেহারা দেখানো বা দেখাতো দুরের কথা,কখনও কথাবার্তা বলতেন না।শুধু মেয়েরা যাত্রী হলে আগেভাগে ভাডা হয়ে যেত পুরুষের মাধ্যমে পরিশোধিত।রিকশাওয়ালা সঠিক গন্তব্যে যেয়ে রিকশা রেখে একটু আড়ালে চলে যেতে হতো।মহিলা যাত্রী নেসে যাবার পর রিকসাওয়ালা এসে রিকসা নিয়ে চলে যেতেন।মায়েরা রিকসায় উটার বেলা ও ঘটতো অনুরুপ কর্মকান্ড।শহরে ও দেখা যেতো অনুরুপ দৃশ্য।যদিও গ্রামের দৃশ্য থেকে সংখ্যায় কম ছিল তুলনামুলকভাবে।আজ এ জাতীয় দৃশ্যের দেখা মোটেই চোখে পড়ে না। হারিয়ে গেছে অভিমানে কোন সুদুরের বনে।
বিষয়: #আগেকার #চলার #দিন #দৃশ্য #মেয়ে




হাছন রাজার জীবন কথা বিলাসী জমিদার থেকে দরবেশ বাউলের যাত্রা!
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র :প্রাপ্তি ও প্রত্যাশা
নিকট অতীতের ঘরগুলোর দৃশ্য কি চমৎকার?
আমাদের ভাষা আন্দোলন ও বাউল কামাল পাশা
শ্রীমঙ্গলের প্রাচীন সাতগাঁও বাজারের ইতিবৃত্ত
শ্রীমঙ্গলের গ্রাম পরিচিতিঃ লইয়ারকুল গ্রাম।
সোনালী অতীতের এ সকল দৃশ্য গেছে হারিয়ে
সিলেটের করিমগঞ্জ যেভাবে ভারতের
আজ আর দেখিনা আর ডেলাইটের আলোর ঝলকানি
রেডিও অতীত দিনের বহুল জনপ্রিয় একটি যন্ত্র ছিলো
