বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » খুলনা » পাইকগাছায় প্রেমিক যুগলের আত্মহনন
পাইকগাছায় প্রেমিক যুগলের আত্মহনন
::মসিউর রহমান, পাইকগাছা::
খুলনার পাইকগাছায় এইচএসসি পরিক্ষার্থী প্রেমিক যুগল আত্মহনন করে ভালো বাসার দৃষ্টান্ত রেখে গেলেন। বুধবার রাতে উপজেলার গড়ইখালীতে পৃথক ভাবে প্রেমিক জুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত দু’জনেই গড়ইখালী কলেজের চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিল। পুলিশ দু’টি মৃতদেহ উদ্ধার করে পৃথক ভাবে লাশ মর্গে পাঠিয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাগেছে, নিহত কলেজ ছাত্রী প্রিয়াংকার অন্যত্র বিয়ের কথা-বার্তা চলছিল। এ নিয়ে প্রেমিক ব্রজ’র সাথে তার মান-অভিমান চলছিল। বুধবার সন্ধ্যার পূর্বে প্রেমিকা প্রিয়াংকা তার প্রেমিক ব্রজ’র মোবাইলে আত্মহত্যার শেষ ম্যাসেজ পাঠায়। নিহতের স্বজন ও থানা পুলিশ জানান, বুধবার সন্ধ্যার পূর্বে গড়ইখালী ইউপি’র দক্ষিণ বাইনবাড়ীয়ার পরিতোষ মন্ডল ও তার স্ত্রী বিলে গরু আনতে যায়। এ ফাঁকে এ দম্পতির মেয়ে এইচএসসি পরিক্ষার্থী প্রিয়াংঙ্কা মন্ডল বসত ঘরের আড়ায় গলায় রশি দিয়ে ঝুঁলে আত্মহত্যা করেন। সন্ধ্যার পরেই প্রেমিকার আত্মহত্যার খবর জানতে পেরে প্রেমিক ব্রজ মন্ডল বাড়ির পিছনের শিরিশ গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে! নিহত ব্রজ গড়ইখালীর হোগলারচকে মামার বাড়ি থেকে লেখাপড়া করত। সে কয়রা উপজেলার মহেশ্বরীপুরের নোয়ানী গ্রামের জয়দেব মন্ডলের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করে থানা অফিসার ইনচার্জ( ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, প্রেম ঘটিত মান-অভিমানে দু’পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আরোও বলেন, নিহত প্রিয়াংকার লাশের সুরতহাল করাকালে রাত সাড়ে ১০টার দিকে খবর পাই ব্রজ মন্ডলও গলায় রশিতে আত্মহত্যা করেছেন।
বিষয়: #আত্মহনন #প্রেমিক #যুগলের




রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
