রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে অসহায় পরিবারে বাড়ীতে হামলা ৮০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ
ফুলবাড়ীতে অসহায় পরিবারে বাড়ীতে হামলা ৮০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ
![]()
মো: জাহাঙ্গীর হোসেন ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এপিএস দাবি করা আল আমিন (ডেভিড) কর্তৃক এক অসহায় পরিবারে হামলা। আশি হাজার টাকা লুটের থানায় অভিযোগ।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নংআলাদিপুর ইউনিয়নের সরকারী খাশ যায়গায় প্রায় ৪০ বছর থেকে বসবাস করে আসছেন শাহিরিনা আক্তারের পরিবার। ৫ আগস্টের পর হাঠাৎ বিএনপি’র যুগ্ম সদস্য সচিব রুহুল কবির রিজভীর এপিএস পরিচয় দেওয়া উপজেলার বারাই চেয়ারম্যান পাড়া গ্রামের মো. সুলতান আলীর পুত্র আল আমিন (ডেভিড) শাহারিনা আক্তার এর বসত:বাড়ী তার নিজের বলে দাবি করে হুমকি দিয়ে আসছিলো।
গত ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় রুহুল কবির রিজভীর এপিএস পরিচয় বহনকারী আল আমিন (ডেভিড) তার লোকজন নিয়ে শাহিরিনা আক্তারের বাড়ীতে হামলা দেয় এবং উপস্থিত শাহারিনার মাকে মারধর করে এবং তার বাসায় থাকা গরু বিক্রয়ে ৮০ হাজার টাকা আল মামুন ডেভিট জোর পুর্বক ছিনিয়ে নেয়। এসময় শাহারিনা ও তার ছোট ভাই বাধা দিলে তাদেরকে মারধর করে। সেই সময় মামুন বলেন আমি রুহুল কবির রিজভির এপিএস কারো কিছু করার থাকলে করতে পারে। কোন সমস্যা নাই। বলে তারা চলে যায়।
বিষয়টি নিয়ে এলাকায় সকলস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এর তিব্র প্রতিবাদ জানায়। আলাদিপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মহাসিন আলী বলেন, আল মামুন ডেভট আমাদের ফুলবাড়ী উপজেলা বিএনপির কোন পদেই নাই। সে মিথ্যা সবাইকে রিজভি আহম্মেদের এপিএস পরিচয় দিয়ে বেড়ায় । আমরা তার শাস্তির দাবি করছি। শাহারিনা আক্তার পরে স্থানীয়দের সহযোগীতায় ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে ফুলবাড়ী থানার অফিসর ইনচার্জ একেএম মহিবুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আলামিন( ডেভিড) এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন আমাকে সমাজে হেও প্রতিপন্ন করার জন্য কতিপয় ব্যক্তি এসব কাজ করে বেড়াচ্ছে।
বিষয়: #অভিযোগ #অসহায় #পরিবার #ফুলবাড়ী #হামলা




ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার স্থাপন বিষয়ে অবহিত করণ সভা
ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে সাড়ে ৭ বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা
ইসকন নিষিদ্ধের দাবিতে বিরামপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ফুলবাড়ীতে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ডা.আব্দুল আহাদ
ফুলবাড়ী এসিল্যান্ডকে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান
ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ
ফুলবাড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
