

শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » Default Category » ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
ছাতক(সুনামগঞ্জ )প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক থানার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং, সকাল ১১টায় ছাতক সোলেমান কমিউনিটি সেন্টারে।
সভায় সভাপতিত্ব করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সফিকুল ইসলাম খান। সঞ্চালনায় ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রঞ্জন কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি জনাব মনি শংকর ভৌমিক ও সাধারণ সম্পাদক জনাব বাবুল রায়। এছাড়াও ছাতক থানার অধীন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তবে ২৯টি মণ্ডপ কমিটির প্রতিনিধিরা সভায় উপস্থিত হতে পারেননি।
সভায় ওসি সফিকুল ইসলাম খান বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও পূজার কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ছাতক থানা পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।
বিষয়: #উপলক্ষ #ছাতক #দুর্গাপূজা #মতবিনিময় #শারদীয় #সভা