বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » জাতীয় » ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ
ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ
বজ্রকণ্ঠ :::
![]()
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদকে বিজয়ী ঘোষণা করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
নির্বাচন কমিশন জানায়, ভিপি পদে সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ও শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৩ ভোট।
জিএস পদে সর্বোচ্চ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন এসএম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট ও মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯ ভোট।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।
এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।
বিষয়: #কায়েম #জিএস #ডাকসু #ফরহাদ #ভিপি #সাদিক




পাবনা মানসিক হাসপাতালসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন
জুলাই সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
খাগড়াছড়িতে সহিংসতা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ: আইএসপিআর
এবার ভোট দিতে পারবেন হাজতীরা: সিইসি
মায়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
মায়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে কোস্টগার্ডের জনসচেতনতামূলক সভা
আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করলো পিআইবি
কলাপাড়ায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ৮ জেলে আটক
