

শনিবার ● ৩০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটের পুরানাপৈল ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন
জয়পুরহাটের পুরানাপৈল ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন উপলক্ষে শনিবার বিকেলে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুরানাপৈল ইউনিয়ন জামায়াতের আমীর মাও: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
পুরানাপৈল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও: জয়নাল আবেদীন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান, তারবিয়াত সেক্রেটারী মাও: আব্দুল হাই সিদ্দিক, অফিস সেক্রেটারী আব্দুল ওহাব।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সেক্রেটারী মাও: শিহাব উদ্দীন প্রধান, পুরানাপৈল ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মাও: জহুরুল ইসলাম, প্রচার সেক্রেটারী জোবায়েদ হোসেন, ইউনিয়ন জামায়াতের সাবেক বায়তুলমাল সেক্রেটারী তোফাজ্জল হোসাইন, পুরানাপৈল ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল গফুর, ৫নং ওয়ার্ড সভাপতি আশরাফ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির, ইউনিয়ন পেশাজীবির সভাপতি আব্দুল আজিজ।
বিষয়: #উদ্বোধন #জামায়াত #জয়পুরহাট #পুরানাপৈল