

বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » আষাঢ়ের গল্প
আষাঢ়ের গল্প
বিপুল চন্দ্র রায়
আকাশ কালো মেঘে ঢাকা,
বিদ্যুৎ চমকায় বাঁকা।
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর,
বৃষ্টি ঝরে টাপুর-টুপুর।
কদম ফোটে গাছের ডালে,
ময়ূর নাচে পেখম তুলে।
সবুজ ধানে ভরে মাঠ,
কৃষক হাসে বারো মাস।
আষাঢ় মানে নতুন বৃষ্টি,
প্রকৃতি পায় নবীন সৃষ্টি।
মাঠে ঘাটে জল থৈ থৈ,
নদীর ধারে নৌকা ছোটে রই।
বিষয়: #আষাঢ়ের #গল্প