

বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » আষাঢ়ের বিদায়
আষাঢ়ের বিদায়
বিপুল চন্দ্র রায়
সাদা মেঘের আনাগোনা নীলের উপর,
আকাশ-মাটি-পাতা যেন নিঝুম দুপুর।
থমকে আছে সময়, থমকে আছে বাতাস,
মেঘের আড়ালে যেন লুকিয়েছে আকাশ।
ক্লান্ত চোখে চেয়ে আছে নীল পাহাড়,
নদীর বুকে জাগে ঢেউয়ের পাহাড়।
বর্ষার শেষে একাকী মন উদাস দুপুর,
বৃষ্টি শেষে এই দিনেতে আষাঢ়ের বিদায়।
বিপুল চন্দ্র রায়, রাজারহাট-কুড়িগ্রাম, রংপুর।
বিষয়: #কুড়িগ্রাম #চন্দ্র #বিপুল #রংপুর #রাজারহাট #রায়