

মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » বিয়ের প্যাচাল
বিয়ের প্যাচাল
বিপুল চন্দ্র রায়
পাত্রী চাই, পাত্রী চাই, দেয়ালজুড়ে বিজ্ঞাপন,
একলা দুপুর, ছাইরঙা মন, দীর্ঘ বিষণ্ণ জীবন।
বয়স তিরিশ, বেকার জীবন, স্বপ্ন শেষের পথে,
মনের খাঁচায় শূন্যতারই হাতছানি বারো মাসে।
বিয়েটা হলো না, জীবনটা বড় একা লাগে,
মনের ভেতরটা যেন এক শূন্যতার ঢেউ জাগে।
কবে আসবে সেই রূপবতী পরী আমার জীবনে?
ভালোবাসার আলো জ্বালাবে আমার মনের গহিনে।
রূপের কথা নাই বা বলি, নাই বা বলি গুণ,
শুধু চাই মনের মানুষ, সে হোক আমার আপন।
আমার দুঃখে যে কাঁদবে, হাসবে আমার সাথে,
সব ভালো-মন্দয় থাকবে যে আমার পাশে।
রূপ নয়, মন চাই, যেন হয় স্নিগ্ধ আর সরল,
সংসারটাকে গড়বে সুখের প্রতিচ্ছবি আর অতল।
দুঃখ-সুখে পাশে থাকবে হাতে হাত রেখে,
জীবনটা ভরে দেবে, এক নতুন অনুরাগে।
চাই না কোনো রাণী, চাই না কোনো পরী,
চাই শুধু সাধারণ একটি মেয়ে, একটু অভিমানী।
একজন বন্ধু, যে পাশে থাকবে সুখে-দুঃখে,
চাই শুধু একজন সহযাত্রী, জীবনের পথে।
সে আসুক, হাতটা ধরুক, বুঝুক আমার নীরব ব্যথা,
বৃষ্টির দিনে থাকুক পাশে, শুনুক আমার মনের কথা।
দুটো হাসির শব্দ, আর কিছু পুরোনো স্মৃতির কথা বলুক,
ব্যাস! এতটুকুতেই খুঁজে পাবো সুখের ঠিকানা।
বিষয়: #প্যাচাল #বিয়ের

