

মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » নারী » নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও সম্মানজনক করে তুলতে হবে
নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও সম্মানজনক করে তুলতে হবে
বজ্রকণ্ঠ ডেস্ক::
দেশের নারীরা আজও জটিল ও বহু স্তরের স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন। মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করলেও গর্ভাবস্থায় জটিলতা, প্রসবপরবর্তী ফিস্টুলা, জরায়ু নিচে নেমে আসা এবং তীব্র রক্তশূন্যতা ব্যাপকভাবে বিদ্যমান। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত অঞ্চলের নারীরা এ ধরনের নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
এক্ষেত্রে কমিউনিটি পর্যায় সেবার পরিধি বাড়াতে হবে এবং স্বাস্থ্যসেবাকে নারীদের বাস্তব জীবনের প্রেক্ষাপটে আরও সহজলভ্য গ্রহণযোগ্য ও সম্মানজনক করে তুলতে হবে।
সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন। ১২ সদস্যের কমিশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কমিশনের প্রধান বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।
‘নারীর স্বাস্থ্য: বহুমাত্রিক সংকট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, নারীর স্বাস্থ্যের এমন অনেক দিক রয়েছে যা দীর্ঘদিন ধরে নীতিনির্ধারণের ক্ষেত্রে অবহেলিত। সারভাইভাল ক্যানসার, এন্ডোমেট্রিওসিস এবং প্রজনন অঙ্গের দীর্ঘস্থায়ী সংক্রমণের মতো রোগ অসংখ্য নারীকে প্রভাবিত করলেও এগুলো জাতীয় স্বাস্থ্য পরিকল্পনায় তেমন গুরুত্ব পায় না এবং বাজেট বরাদ্দের ক্ষেত্রেও এদের অগ্রাধিকার কম দেখা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, নারীরা আরও বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় তুলনামূলক বেশি ভোগেন। যেমন উদ্বেগ ও বিষণ্নতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যা, আর্থ্রাইটিস, পেটুক কোমরের ব্যথা এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ। এই রোগগুলো নারীদের স্বাভাবিক চলাচল কর্মক্ষমতা এবং জীবনের গুণগতমান কমিয়ে দেয়। অনেক নারী বিশেষ করে বয়স্করা এই অসুস্থতার কারণে ক্রমশ একা হয়ে পড়েন, অবহেলিত হন এবং অর্থনৈতিকভাবে অন্যের ওপর নির্ভরশীল হয়ে যান।
প্রতিবেদনে বলা হয়, এই বাস্তবতা আমাদের একটি স্পষ্ট বার্তা দেয় নারী-স্বাস্থ্য কেবল মাতৃত্বের সঙ্গে সম্পর্কিত নয়। নারীদের সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রাতিষ্ঠানিক ও কাঠামগত পরিবর্তন অপরিহার্য। মানসিক স্বাস্থ্যসেবা পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি যত্ন এই বিষয়গুলোকে প্রাথমিক স্বাস্থ্যসেবার মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। কমিউনিটি পর্যায় সেবার পরিধি বাড়াতে হবে এবং স্বাস্থ্যসেবাকে নারীদের বাস্তব জীবনের প্রেক্ষাপটে আরও সহজলভ্য গ্রহণযোগ্য ও সম্মানজনক করে তুলতে হবে।
বিষয়: #আরও #ও সম্মানজনক #করে #তুলতে #নারীদের #সহজ #স্বাস্থ্যসেবা #হবে
