

শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » প্রিয়ার প্রতি
প্রিয়ার প্রতি
::: বিপুল চন্দ্র রায় :::
তোমার কপালের লাল টিপ,
মাথার বেণীমাধব,মায়াবী চোখ,
দেখে জুড়ায় তৃষ্ণার্ত বুক।
আমি রোজ স্বপ্ন দেখি,
তোমাকে একটি গোলাপ দেবো।
অথচ কি ভাগ্য আমার?
শূন্য জীবনে পূর্ণতার গল্প রচিবো বলেই,
একদিন
আমি ঘর ছেড়েছি ঘরে ফেরারই জন্য…
অথচ না বলা কথাটাই,
এস্টেট বলে দিতে চাই,
তোমাকে অসম্ভব ভালোবাসি।
বিষয়: #প্রতি #প্রিয়ার
