সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » মাটির ঘর
মাটির ঘর
::: বিপুল চন্দ্র রায় :::
![]()
হৃদয় মর্মে ধর্ম, কর্মে বাড়ে ধন।
সাজে বাড়ে রূপ, ব্যবহারে দোষ গুণ।
পৃথিবীতে ক্ষণস্থায়ী সব, কিসের গৌরব করি।
চোখ বুজিলেই আন্ধার, মাটির নিচে হবে ঘর।
বিষয়: #ঘর #মাটির




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
