শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Default Category » দৌলতপুরে “সমতায় তারুণ্য” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দৌলতপুরে “সমতায় তারুণ্য” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়া দৌলতপুরে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “সমতায় তারুণ্য” শীর্ষক একটি দিনব্যাপী ইন্টারঅ্যাকটিভ প্রশিক্ষণ কর্মশালা। ১৮ এপ্রিল, শুক্রবার দৌলতপুরের নাসির উদ্দিন বিশ্বাস বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এই কর্মশালার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ইসমাইল ফর আল।
কর্মশালায় অংশগ্রহণ করেন দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তরুণ-তরুণীরা, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিত্ব করেন।দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্মাইল ফর অল এসএফএ’র এর দুই অভিজ্ঞ ট্রেইনার আয়েশা আফরিন ও বিজয় আহমেদ। তারা অংশগ্রহণকারীদের দলভিত্তিক কার্যক্রম, আলোচনা এবং রিফ্লেকশন সেশনের মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এসএফএ’র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকেরা, যারা সার্বিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই প্রশিক্ষণটি বাস্তবায়নে সহায়তা করেছে চষধহ ওহঃবৎহধঃরড়হধষ ইধহমষধফবংয, ঔঅঅএঙ ঋড়ঁহফধঃরড়হ ঞৎঁংঃ এবং করহমফড়স ড়ভ ঃযব ঘবঃযবৎষধহফং।
সেশনে আলোচিত চারটি মূল বিষয় ছিল, জেন্ডার স্টেরিওটাইপ,ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি লবিং ও অ্যাডভোকেসি। দিনব্যাপী এই সেশনে ছিল দলভিত্তিক কাজ, কুইজ, রিয়েল-টাইম রেসপন্স অ্যাক্টিভিটি এবং রিফ্লেকশন পর্ব।
আয়োজক প্রতিষ্ঠান ইসমাইল ফর অল জানিয়েছে, তরুণদের নিয়ে এমন সচেতনতামূলক উদ্যোগ তারা নিয়মিতই গ্রহণ করে থাকে, যাতে তারা নিজেদের ক্ষমতায়ন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।এই আয়োজন তরুণদের মাঝে স্পষ্টভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে—তাদের কণ্ঠস্বর হয়ে উঠেছে পরিবর্তনের হাতিয়ার।
বিষয়: #অনুষ্ঠিত #কর্মশালা #তারুণ্য #দিনব্যাপী #দৌলতপুর #প্রশিক্ষণ #শীর্ষক #সমতা




মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
ছাতকে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
