মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » প্রেমের সমাধি
প্রেমের সমাধি
বিপুল চন্দ্র রায়
![]()
বন্ধু ভেবে যারে,
আমি করেছি আপন।
স্বরূপে দেখবে তারে,
স্বার্থ ফুরালে, ওরে মন।
চিন্তা বিহীন রাত কাটে
সময় কাটে দুঃখে।
তার ভাবনায় ভেবে
দীর্ঘ প্রতীক্ষায় ক্লান্ত এ ভুবন।
হৃদয় জুড়ে প্রেমের জোয়ার
সকাল বিকেল সাঁঝে ।
পাষাণ প্রিয়া ধোঁকা দিয়ে
মন ভেঙ্গে নিরুদ্দেশ।
বিষয়: #প্রেমের #সমাধি
      
      
      



    অপ্রিয় সত্য প্রকাশ    
    তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়    
    প্রিয় রাসুল (সাঃ)    
    বুনোফুল    
    আষাঢ়ের বিদায়    
    বিয়ের প্যাচাল    
    জল কাব্যের - স্নিগ্ধ দহন    
    জল কাব্যের স্নিগ্ধ দহন    
    ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি    
    গেম ছাড়ো বই পড়ো    
  