

শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » শ্রীপুরবাজারে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের জনশক্তি সমাবেশ
শ্রীপুরবাজারে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের জনশক্তি সমাবেশ
আল হেলাল সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের যৌথ উদ্দ্যোগে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় তাহিরপুর উপজেলার শ্রীপুরবাজারে এই জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর শ্রীপুর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও সাংবাদিক মিজান রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সেক্রেটারি লুতফুর রহমান দুলাল, সিলেট মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক দিলশাদ মিয়া, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, সাবেক শিবির নেতা গোলাম কিবরিয়া, ব্যাবসায়ী নেতা ফরিদ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম ও জামায়াত নেতা খায়রুল বাশার প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। অতিতেও ফ্যাসিবাদ কর্তৃত্ববাদীরা জামায়াতের উপর জেল জুলুম নির্যাতনের ষ্টিমরোলার চালিয়েছে, কিন্তু জামায়াত দেশ প্রেমের প্রশ্নে কোন আপোষ করেনি। তিনি তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগরের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, অতিতের শাসকরা এই এলাকার প্রাকৃতিক সম্পদ লুন্ঠন করেছে কিন্তু কোন উন্নয়ন করেনি। তিনি আগামী দিনের সুন্দর সমাজ বিনির্মানে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সুনামগঞ্জ ১ আসনকে ঢেলে সাজাতে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
বিষয়: #ইসলামী #কল্যান #জনশক্তি #জামায়াতে #ফেডারেশন #শ্রমিক #সমাবেশ
