

শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ধারাবাহিকভাবে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ধারাবাহিকভাবে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন
” ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলার আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন বিভাগীয় শহরে, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানে দখলদার ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ধারাবাহিকভাবে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করে যাচ্ছে। আমাদের সংবাদদাতার পাাঠানো তথ্যমতে তা তুলে ধরা হলো”
ঢাকা ইউনাইটেড জমইয়াতে হিযবুল্লাহ :
ছারছীনা শরীফের আমীরে হিযবুল্লাহ হযরত পীর ছাহেব কেবলার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ ঢাকা ইউনাইটেড শাখার আয়োজনে দখলদার ইসরাইলের নির্মম গণহত্যার প্রতিবাদে এবং নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গতকাল বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ মিছিলে হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন। তারা এক কণ্ঠে ফিলিস্তিনের স্বাধীনতা ও দখলদারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এতে সংগঠনের নের্তৃবৃন্দ দখলদার ইসরাইলের নৃশংস ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা ফিলিস্তিনের ন্যায্য স্বাধীনতা আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়োেছন। তারা বলেন- আজ মুসলিম উম্মাহর হৃদয় ফিলিস্তিনের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ইসলামের শান্তিপূর্ণ বার্তা ও ন্যায়বিচারের পক্ষে সমগ্র মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে ফিলিস্তিনের শহীদদের রুহের মাগফিরাত এবং বিজয়ের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, ঢাকা ইউনাইটেড জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি সাবেক জেলা ও দায়রা জজ আলহাজ্ব মোঃ ইসমাঈল মিঞা, আলহাজ্ব মাওলানা মোঃ আবু বকর, মোঃ জাকির হোসেন প্রমূখ।
চট্টগাম জমইয়াতে হিযবুল্লাহ : ছারছীনা শরীফের আমীরে হিযবুল্লাহ হযরত পীর ছাহেব কেবলার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ চট্টগাম জেলা ও মহানগর শাখা গতকাল বাদ জুময়া পাহাড়তলীস্থ খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা সমস্ত বিশ্ববাসীকে ইসরাইালীদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য বলেন। এ ছাড়াও সমস্ত মুসলিমদেরকে ইসরাইলী পন্য বয়কটের জন্য বলা হয়।
এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদন মাওলানা নেছারুদ্দীন, চট্টগ্রাম নেছারীয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হক সিকদার, মসজিদ -এ- গাউছে পাক এর খতিব মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, জেলা যুব হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মুহাম্মদ ঈমান শরীফ সবুজ, জেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি হাফেজ নাইমুর রহমান প্রমূখ।
বরিশাল বিভাগ : আজ সকাল ১১.৩০ মিনিটের সময় ছারছীনা শরীফের আমীরে হিযবুল্লাহ হযরত পীর ছাহেব কেবলার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে টাউন হল চত্তরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাঃ নেছার উদ্দিন খান।
বিষয়: #জমইয়াতে #ধারাবাহিকভাব #প্রতিবাদ #বন্ধন #বাংলাদেশ #বিক্ষোভ #মানব #মিছিল #সভা #হিযবুল্লাহ
