

মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক
সুন্দরবনে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক
মনির হোসেন, মোংলা :::
সুন্দরবনের নলিয়ান সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১০ কেজি হরিণের মাংসসহ একজন চোরা শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান এর একটি আভিযানিক দল সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী মোঃ শাহজাহান, মোঃ অনু এবং একজন অজ্ঞাত ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংসসহ ২টি বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন হরিণ শিকারীকে আটক করা হয়।
আটক হরিণ শিকারি মোঃ আরিফুল সরদার (২৪)। তিনি খুলনার দাকোপ থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #আটক #চোরা #মাংসসহ #শিকারি #সুন্দরবন #হরিণ
