মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » অটল সুবচন
অটল সুবচন
মিজানুর রহমান মিজান
![]()
হারাম ভক্ষণ হারামী মন
ভাল-মন্দ না বুঝে,না বুঝে সু-কুলক্ষণ।।
অন্যের খাওয়া চারিত্রিক লক্ষণ
স্বভাবেই পড়ে ধরা সদা সর্বক্ষণ
হীনতায় মজাইছে মন বিলক্ষণ।।
ভালোর আশা প্রাপ্তি আবেদন
দুষ্ট লোকের মিষ্ট কথা চয়ন
না ভুলিও থাকিও সচেতন।।
যা করে ভনিতায় মরে সবই ভান
কয়লা ধুইলে না যায় ময়লা সুনাবান
আগ-পিছ ভেবে বলিও কথন।।
সদা ধান্ধা সে আন্ধা প্রতারক
ছিলছিলায় থাকে বক সাধক
রং বদলায় মুহুর্তে বদলায় বলন।।
প্রাণে মারে অন্যায় করে গৌরবে
ভেবে দেখ মনে রেখ না ফুটে সৌরভে
সত্যের জয় বিশ্বাস রয় অটল সুবচন।।
বিষয়: #অটল #সুবচন




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
