শনিবার ● ২৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » জামাতে নামাজ পড়া ৩২ শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলো বিএনপি
জামাতে নামাজ পড়া ৩২ শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলো বিএনপি
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
ঢাকা মহানগর উত্তর বিএনপি রোজার শুরুতে ঘোষণা দেয়, মাসব্যাপী যেসব শিশু-কিশোর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের প্রত্যেককে বাইসাইকেল উপহার দেওয়া হবে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে রাজধানীর পল্লবীতে রূপনগর-পল্লবী এলাকার ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশকে চেটেপুটে খেয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতেও শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি। তারা আগেই পালিয়ে গেছেন। কারণ, বিদেশে তাদের বাড়িঘর আছে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে দেশের এই তরুণ-কিশোররা জীবন দিয়ে লড়েছে, রক্ত দিয়েছে। গুলির সামনে দাঁড়িয়েছে মুগ্ধ, আকরাম, আবু সাঈদরা। তাদের এ আত্মদান মহিমান্বিত। তরুণ-কিশোরদের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তাদের দোসররা।’
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘বাংলাদেশে যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতনে দলের প্রত্যেক নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া হয়ে ফেরারি জীবনযাপন করেছেন বিগত দিনে। মামলার কারণে বাবার মরদেহ পর্যন্ত দাফনে যেতে পারেননি তারা।’
বিষয়: #উপহার #জামাতে #দিলো #নামাজ #পড়া #বিএনপি #সাইকেল #৩২ শিশু-কিশোরকে




কিছু রাজনৈতিক দল জোর করে দাবি আদায় করতে চায়: খসরু
‘১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে’
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন বিএনপির
২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায়
জুলাই সনদের ৫ম দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি
চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না: ফখরুল
