রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » অরিজিতের বাড়িতে মার্টিন গ্যারিক্স, সুখবর দিলেন দুই তারকা
অরিজিতের বাড়িতে মার্টিন গ্যারিক্স, সুখবর দিলেন দুই তারকা
![]()
বিনোদন ডেস্ক::
অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে গত ফেব্রুয়ারি মাসে এসেছিলেন খ্যাতিমান ব্রিটিশ গায়ক-গীতিকার এড শিরান। শিলংয়ে শো করতে যাওয়ার পথে ছুটে গিয়েছিলেন মুর্শিদাবাদে। প্রত্যন্ত অঞ্চলে দুই গায়ক সুপারস্টারের স্কুটি চড়ে রাতে ঘুরে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। এবার বলিউডের জনপ্রিয় এ শিল্পীর বাড়িতে বিশ্ববিখ্যাত ডিজে মার্টিন গ্যারিক্স। সেই সাক্ষাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই শেয়ার করেছেন অরিজিৎ ও গ্যারিক্স।
এ ভিডিওতেই দেখা গেছে, কখনো অরিজিৎ সিংয়ের বাড়ির সোফায় গা এলিয়ে গানে মজেছেন মার্টিন গ্যারিক্স। আবার কখনো বা গায়ককে আলিঙ্গন করে হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন। শুক্রবার রাতে সেই দৃশ্য দেখে প্রায় অনেকটা অবাক হয়ে যান অনুরাগীরা! শিরানের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। কাজের সূত্রেই জিয়াগঞ্জে এসেছেন মার্টিন গ্যারিক্স। একসঙ্গে তারা একটি দোভাষী গানের নিয়ে কাজ করছেন। যে গানের নাম ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’। হিন্দি এবং ইংরেজি ভাষার মিশেলে তৈরি হচ্ছে গান।
গতবছরই অবশ্য জানা গিয়েছিল,গ্যারিক্সের সঙ্গে কাজ করছেন অরিজিৎ সিং। যদিও অরিজিৎ এসব বিষয়ে তেমন একটা কথা বলেন না। খবরের শিরোনামের চেয়ে কাজে ডুবে থাকতে পছন্দ করেন তিনি। তবে এবার মার্টিন গ্যারিক্সের সঙ্গে সাক্ষাতের ভিডিও শেয়ার করে নিয়ে সুখবর দিয়েছেন তিনি। অরিজিতের মধ্যবিত্ত, সাদামাটা সংসারে বিশ্ববিখ্যাত এ তারকাকে খোলামেলা আড্ডা দিতে দেখে নেটিজেনরা ভীষণ উচ্ছ্বসিত হয়েছেন। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ সিংয়ের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হাজির হয়েছেন ডিজে মার্টিন গ্যারিক্স।
মার্টিন গ্যারিক্স ভারতে এর আগেও অনেকবার পারফর্ম করেছেন। ২০১২ সালে সংগীতজগতে আত্মপ্রকাশের পর থেকে মার্টিন গ্যারিক্স ‘অ্যানিমালস’, ‘ইন দ্য নেম অফ লাভ’, ‘সামার ডেজ’ এবং ‘স্কেয়ার্ড টু বি লোনলি’র মতো হিট গানের জন্য জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। এবার অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’ নিয়ে আসছেন মার্টিন গ্যারিক্স।
বিষয়: #অরিজিতের #গ্যারিক্স #তারকা #দিলেন #দুই #বাড়িতে #মার্টিন #সুখবর




‘হাউ টু হ্যাভ সেক্স’ সিনেমার নায়িকা হঠাৎ আলোচনায়
ফের আলোচনায় হানিয়া আমির
অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন, কী আছে এই সিনেমায়
জীবন অনিশ্চিত, ছোট-বড় বলে কিছু নেই: পরীমণি
৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা
হাফ প্যান্ট পড়া পরীমণির ‘শীত নাই’
ভালোবাসায় বাকরুদ্ধ ‘অলরাউন্ডার’ চমক
একদম শিরদাঁড়ায় এসে বিধঁল, তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমণি
‘আপেল হয়ো না’, কী ইঙ্গিত দিলেন জয়া?
নতুন বছরে ‘গোলাপ’ উপহার দিবেন পরীমণি
