রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » খেলা » যে একাদশ নিয়ে ফাইনাল খেলছে ভারত-নিউজিল্যান্ড
যে একাদশ নিয়ে ফাইনাল খেলছে ভারত-নিউজিল্যান্ড
![]()
স্পোর্টস ডেস্ক::
নিউজিল্যান্ড একাদশে ম্যাট হেনরি থাকবেন কি থাকবেন না তা নিয়ে ছিল সবচেয়ে বড় প্রশ্ন। ইনজুরির কারণে ফাইনাল ম্যাচে সত্যি সত্যি ছিটকে পড়লেন তিনি। নিউজিল্যান্ড একাদশে ম্যাট হেনরির পরিবর্তে নেয়া হয়েছে ডানহাতি ফাস্ট মিডিয়াম নাথান স্মিথকে।
এখনও পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেছেন ২৬ বছর বয়সী স্মিথ। তার ঝুলিতে রয়েছে ৭টি উইকেট। অথচ, আগের ম্যাচে ভারতের বিপক্ষে একাই ৫ উইকেট নিয়েছিলেন ম্যাট হেনরি। তার পরিবর্তে আজ নাথান স্মিথ কি করতে পারেন সেটাই দেখার।
এছাড়া নিউজিল্যান্ড একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি। তিন স্পিনার নিয়ে নেমেছে কিউইরা। মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার এবং রাচিন রাবিন্দ্রা। পেসার তিনজন। কাইল জেমিসন, নাথান স্মিথ এবং উইল ও’ররকি।
ভারত খেলতে নেমেছে কোনো পরিবর্তন ছাড়াই। এর অর্থ চারজন স্পিনার নেয়া হয়েছে দলটিতে। বরুন চক্রবর্তি, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবিন্দ্র জাদেজা। পেসার মোহাম্মদ সামি ও হার্দিক পান্ডিয়া।
নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়ং, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইল ও’ররকি।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ সামি, বরুন চক্রবর্তি।
বিষয়: #একাদশ #খেলছে #নিয়ে #ফাইনাল #ভারত-নিউজিল্যান্ড #যে




শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রতিশোধ নেয়ার রাতে ইউনাইটেড-টটেনহ্যামের সমতা
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি
ফিফা-২০২৬ বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি
হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
বিসিবির নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে ১৫ ক্লাব
দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দিল ফিফা
