বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » খেলা » পারভেজ ইমনের সেঞ্চুরিতে বিশাল জয় আবাহনীর
পারভেজ ইমনের সেঞ্চুরিতে বিশাল জয় আবাহনীর
![]()
বজ্রকণ্ঠ ডেস্ক:
অগ্রণী ব্যাংকের সাথে ৩ মার্চ শেরে বাংলায় প্রথম খেলায় হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন (৫০)। কিন্তু তা কোনই কাজে লাগেনি। সে ম্যাচ হেরেছে পারভেজ হোসেন ইমনের দল আবাহনী।
আজ বৃহস্পতিবার বিকেএসপি ৪ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের সাথে দ্বিতীয় খেলাতে আরও উজ্জ্বল পারভেজ ইমন। এবার হাঁকালেন সেঞ্চুরি। বাঁহাতির ব্যাট থেকে এসেছে ১২৪ বলে ৮ ছক্কা আর ৯ বাউন্ডারিতে ১২৬ রানের বড়সড় ইনিংস। তার সাথে রান করেছেন মোহাম্মদ মিঠুনও।
প্রথম খেলায় ৭ রানে আউট হওয়া মিঠুন আজ করেন ৬৫ বলে ৭২ রান। শেষ দিকে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (২৮ বলে ৩৫) ও মাহফুজুর রাব্বি (১৪ বলে ২৮) হাত খুলে খেললে আবাহনী ৩০০-এর ঘরে পৌঁছে যায়।
এই রানপাহাড়ে আর সবার অবদান থাকলেও একদমই কিছু করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ৯ রানে ফিরে গেছেন তিনি। খেলেছেন ২১ বল।
প্রথম ম্যাচ না খেলা জিসান আলম বড় ইনিংস খেলতে না পারলেও ইমনের সাথে ইনিংসের সূচনা করতে নেমে ৪২ বলে ৩৫ রানের সাবলীল ইনিংস উপহার দিয়েছেন। সব মিলে ব্যাটাররা জ্বলে ওঠায় আবাহনী পায় ৬ উইকেটে ৩১৩ রানের বড় স্কোর।
প্রথম খেলায় মোহামেডানের সাথে ২৯৮ রানের বিরাট স্কোর গড়ে ১০৭ রানের বড় জয় পাওয়া এক ঝাঁক তরুণের দল গুলশান ক্রিকেট ক্লাব আজকে আর সুবিধা করতে পারেনি। হেরেছে ১৬২ রানের বিশাল ব্যবধানে।
আবাহনীর বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান (৪/৪০) ও পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর (৩/২৯) সাঁড়াশি বোলিংয়ের মুখে একদম দাঁড়াতেই পারেনি গুলশান ক্রিকেট ক্লাব।
মোহামেডানের সাথে আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা ওপেনার জাওয়াদ আবরার (১৮ বলে ৩৬), ওয়ান ডাউন খালেদ হাসান ( ৫৪ বলে ৪৯) আর নিচের দিকে নিহাদউজ্জামান (৩৫ বলে ৩৫) ছাড়া গুলশানের আর কেউ রান পাননি।
বিষয়: #আবাহনীর #ইমনের #জয় #পারভেজ #বিশাল #সেঞ্চুরিতে




রাণীনগরের করজগ্রাম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত
আলাভেসকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়
শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রতিশোধ নেয়ার রাতে ইউনাইটেড-টটেনহ্যামের সমতা
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি
ফিফা-২০২৬ বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি
হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
