শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » পাথর কোয়ারী খুলে দেওয়াসহ খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদে ছাতকে সমাবেশ
পাথর কোয়ারী খুলে দেওয়াসহ খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদে ছাতকে সমাবেশ
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে বৃহত্তর সিলেট বিভাগের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কর্তৃক অবৈধভাবে ভাঙ্গা চুনাপাথর খোলা বাজারে বিক্রির প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ছাতক পৌরশহরের বেবি স্ট্যান্ড এলাকায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) ছাতক পৌরসভার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের ছাতক পৌরসভার সভাপতি আবদুল হাই আজাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি হুমায়ূন কবির এবং প্রচার সম্পাদক নাজমুল হাসান জুয়েল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট বিভাগীয় সদস্য সচিক ড. নুরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট মহানগরের সভাপতি জুবায়ের রকিব চৌধুরী, সেক্রেটারি আলিমুল ইসলাম চৌধুরী, এডভোকেট রেজাউল করিম তালুকদার, সিবিএ সভাপতি শাহ আলম, সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি বদরুল কাদির শিহাব, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল, বিএনপি নেতা ডাক্তার আফসার উদ্দিন ও শামছুর রহমান শামছু, ছাতক ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের সদস্য সচিব আবুল হাসান, পাথর ব্যবসায়ী সমবায় সমিতির ছমছু মিয়া, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আলী আসগর সোহাগ, মধ্যবাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি ছাদিক তালুকদার, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নজমুল হোসেন, সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান, আলী আমজদ, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম উদ্দিন এপিপি, ছাতক বালু সমিতির সভাপতি আবদুস সাত্তার, পৌর সাবেক কমিশনার ছালিক মিয়া, সংগঠনের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহিম ছাদেক, আল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবু হেনা তারেক, আখতার হোসেন, আবদুল মমিন, এরশাদ আলী, আফতাব উদ্দিন, রুকন উদ্দিন প্রমুখ। শুরুতে কোরআন তেলাোয়াত করেন, ক্বারী জালাণ আহমদ।
বক্তারা বলেন, বৃহত্তর সিলেট বিভাগের ৮টি পাথর কোয়ারী দ্রুত খুলে দিতে হবে। এছাড়া লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কর্তৃক অবৈধভাবে ভাঙ্গা চুনাপাথর খোলা বাজারে বিক্রি বন্ধ করতে হবে উল্লেখ করে বক্তারা আরও বলেন, লাফার্জ হোলসিম ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করে হাওর জুড়ে জলাশয়ে পরিণত করছে। এতে পরিবেশ মারাত্বক ভাবে হুমখির মুখে পড়েছে। এদিকে নজর না দিয়ে পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারীগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। এতে পথে বসেছেন অনেক ব্যবসায়ী, বেকারত্ব হয়ে হণ্য হয়ে ঘুরছেন দশ লাখ শ্রমিক।
####
বিষয়: #কোয়ারী #পাথর #সমাবেশ




সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জ ২ আসনে শিশির মনিরকে ঠেকাতে ঐক্যবদ্ধ হলেন বিএনপির দুই এমপি
অপারেশন ডেবিল হান্টে ছাতকে রাজনৈতিক মামলার আসামি গ্রেফতার।।
বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের মনোনয়নপত্র সংগ্রহ
ছাতকে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে কোটি টাকার ঘুষ-বাণিজ্য
সুনামগঞ্জে মিথ্যা মামলার তদন্ত কর্মকর্তাকে কঠিন জবাব দিলেন ভুক্তভোগী খোরশেদ আলম
শরিফ ওসমান হাদির মৃত্যু সংবাদে সুনামগঞ্জে এনসিপির উদ্যোগে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ
উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো
